রোয়াংছড়িতে নবাগত ইউএনও'র যোগদান: সৌহার্দ্যপূর্ণ সহযোগিতার আহ্বান

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন তাজমিন আলম তুলি। সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে এক মতবিনিময় সভার মাধ্যমে তিনি স্থানীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে পরিচিত হন।
উপজেলা সহকারী শিক্ষা অফিসার মংসিংনু মারমার সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাগত ইউএনও তাজমিন আলম তুলি। সভায় স্বাগত বক্তব্যে তিনি বলেন, "পূর্বে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে কাজ করার সুবাদে পাহাড়ি এলাকার কর্মপরিবেশ সম্পর্কে আমার কিছুটা ধারণা রয়েছে। তা সত্ত্বেও, এই অঞ্চলের উন্নয়নে স্থানীয় জনসাধারণের সহযোগিতা অপরিহার্য।" তিনি আরও বলেন, "আমি আশা করি, আপনারা সকলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন এবং নিজ নিজ অবস্থান থেকে আমাকে সহযোগিতা করবেন।"
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. এসাহনুল হক, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. সাকের আহমেদ, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মো. মেহেদি জামান, মৎস্য কর্মকর্তা মো. রুহুল আমিন দেওয়ান, ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলটন দস্তগির এবং সমাজসেবা কর্মকর্তা থুইয়ইচিং মারমা।
এ ছাড়া কারবারী ও হেডম্যান কল্যাণ সমিতির সভাপতি ও বেতছড়া হেডম্যান হ্লাথোয়াইহ্রী মারমা, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ২নং তারাছা ইউপি চেয়ারম্যান উনুমং মারমা এবং ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ধর্মীয় গুরু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশগ্রহণ করেন ও নবাগত ইউএনওকে স্বাগত জানান।
What's Your Reaction?






