পিরোজপুরে শিক্ষকের উপর হামলা: বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা

পিরোজপুরের জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্র (৫২) ও সহকারী শিক্ষক অসীম কুমারের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীগন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং প্রতিবাদস্বরূপ বিভিন্ন স্লোগান দেয়। স্লোগানে তারা বলেন,"শিক্ষকদের উপর হামলা কেন,প্রশাসন জবাব চাই,শিক্ষকদের উপর হামলা কেন বিচার চাই,শাস্তি দিতে হবে,শিক্ষা খাত বাঁচাতে হলে, শিক্ষকদের নিরাপত্তা দিতে হবে" সহ নানা রকমের স্লোগান দিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণে এসে মিছিলটি শেষ করে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে শিক্ষার্থীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান। তারা বলেন, ভবিষ্যতে যেন আর কোনো শিক্ষকের ওপর এমন বর্বরোচিত হামলার ঘটনা না ঘটে, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
উল্লেখ্য যে, বিগত বৃহস্পতিবার (২৭সেপ্টেম্বর) বিকাল ৫.৩০টার দিকে বিদ্যালয়ের কাজ শেষ করে প্রধান শিক্ষক বিপুল মৈত্র ও সহকারী শিক্ষক অসীম কুমার মোটরসাইকেলে পিরোজপুর যাবার পথে পূর্বপরিকল্পিতভাবে ওৎ পেতে থাকা পিরোজপুর-নাজিরপুর সড়কের ঝরঝরিতলা এলাকায় ৭/৮ জন মুখোশধারী দুর্বৃত্তরা তাদের গাড়ির গতি রোধ করে এলোপাতাড়ি ভাবে হাঁতুড়ি দিয়ে পিটিয়ে প্রধান শিক্ষক বিপুল মৈত্রের দু'পা ও ডান হাত ভেঙে দেয় এবং সহকারী শিক্ষক অসীম কুমারকে পিটিয়ে মারাত্মকভাবে যখম করে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ঐদিন রাতেই ঘটনার সাথে জড়িত সন্দেহে বিএনপি নেতা সরদার কামরুজ্জামান চাঁনকে গ্রেপ্তার সহ পুলিশ এখন পর্যন্ত মোট চারজনকে গ্রেপ্তার করেছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
What's Your Reaction?






