ফরিদপুর সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফরিদপুর সদর উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা মিলনায়তনে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইশরাত জাহান।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিশদ আলোচনা হয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পূজা চলাকালীন সময়ে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ দৃষ্টি রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
সভায় বক্তব্য রাখেন কোতোয়ালী থানার অপারেশন ওসি আব্দুল্লাহ বিশ্বাস, এসিল্যান্ড মোঃ শফিকুল ইসলাম, ফরিদপুর সদর থানা ইঞ্জিনিয়ার মোহাম্মদ দেলোয়ার হোসেন, এবং উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ডিগ্রীর চর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু ফকির, নর্থ চ্যানেল ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন, গেরদা ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ ইমার হক, কৈজুরী ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিক ফকির, কানাইপুর ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন, চাঁদপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ মিয়া, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোঃ বাদশা মিয়া, আলিয়াবাদ ইউপি চেয়ারম্যান ওমর ফারুক ডাবলু এবং চর মাধবদিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ তুহিন মন্ডল।
বক্তারা বাল্যবিবাহ, যৌতুক, মাদক এবং ইভটিজিং-এর মতো সামাজিক সমস্যা প্রতিরোধে সর্বস্তরের জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করেন। এসব অপরাধ দমনে জনপ্রতিনিধিদের নিজ নিজ এলাকা থেকে জোরালো ভূমিকা রাখার জন্য আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনায় সহযোগিতা করেন মিজানুর রহমান ও মামুনুর রশিদ। সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্বারোপ করা হয়।
What's Your Reaction?






