নওগাঁর আত্রাইয়ে ভ্যান উল্টে শিশুর মর্মান্তিক মৃত্যু

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Sep 29, 2025 - 16:41
Sep 29, 2025 - 16:46
 0  17
নওগাঁর আত্রাইয়ে ভ্যান উল্টে শিশুর মর্মান্তিক মৃত্যু

নওগাঁর আত্রাইয়ে খেলার ছলে একটি ভ্যান উল্টে তার নিচে চাপা পড়ে তাহিদ (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কিচমত-জাতোপাড়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। নিহত তাহিদ ওই গ্রামের মো. নাইমের একমাত্র সন্তান। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে একজন ভ্যানচালক বালির কাজ করার জন্য তার ভ্যানটি গ্রামের একটি স্থানে রেখে কিছুদূরে যান। সেই সময় শিশু তাহিদ খেলতে খেলতে সেখানে যায়। খেলার এক পর্যায়ে ভ্যানের ভেতরে থাকা চাবি ঘোরালে হঠাৎ করে ভ্যানটি উল্টে যায় এবং শিশুটি তার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধারের জন্য এগিয়ে আসেন। তবে, হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একমাত্র সন্তানের এমন আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো কিচমত-জাতোপাড়া গ্রাম শোকে মুহ্যমান হয়ে পড়ে। শিশুটির অকাল মৃত্যুতে তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন, প্রতিবেশীরাও ভাসছেন শোকের সাগরে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এটি একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা এবং এতে ভ্যানচালকের কোনো দোষ ছিল না।

শোকে কাতর নিহত শিশু তাহিদের বাবা মো. নাইম বলেন, "আমার ছেলে আর কখনও ফিরে আসবে না। আমি সবার কাছে দোয়া চাই, যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করেন। সে আমার একমাত্র সন্তান ছিল। তার এই হঠাৎ চলে যাওয়া আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। সবাই মিলে তাকে খুঁজছিলাম, কিন্তু শেষ পর্যন্ত যে দৃশ্য দেখতে হলো, তা আমার সারা জীবনের জন্য এক অসহনীয় কষ্টের কারণ হয়ে রইলো।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow