তামাক কোম্পানির কৌশল উন্মোচনে সচেতনতা - নওগাঁয় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
“তামাক কোম্পানির কুটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় র্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
শনিবার (৩১ মে) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। সভায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, ডেপুটি সিভিল সার্জন ডা. মুনির আলী আকন্দ, বিএমএ নওগাঁ শাখার সভাপতি ইসকেন্দার হোসেন এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি রায়হান আলম।
বক্তারা তামাকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব এবং তামাক নিয়ন্ত্রণে প্রচলিত আইন নিয়ে আলোচনা করেন। তারা বলেন, তামাকপণ্য ব্যবহার শুধু ব্যক্তির নয়, পুরো জাতির স্বাস্থ্যঝুঁকি বাড়ায়। এজন্য সরকারি-বেসরকারি উদ্যোগে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনের কঠোর প্রয়োগ জরুরি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ঘোষিত ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস হিসেবে পালিত হয়। দিবসটি উপলক্ষে নওগাঁয় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
What's Your Reaction?
আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ