গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলায় জড়িত দুইজনকে পিরোজপুর থেকে গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ন্যাশনাল ক্রিশ্চিয়ান পার্টি (এনসিপি) নেতাদের ওপর হামলার ঘটনায় জড়িত দুই আসামিকে পিরোজপুর থেকে গ্রেপ্তার করেছে পিরোজপুর সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা একই সঙ্গে একাধিক মামলার এজাহারভুক্ত।
সোমবার (২৯ জুলাই) পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতের সামনে থেকে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও তার অনুসারীরা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা দুই যুবককে আটক করেন। পরে তাদের মোবাইল ফোন পর্যালোচনা করলে গোপালগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার ছবি এবং অন্যান্য আপত্তিকর কনটেন্ট পাওয়া যায়।
আটককৃতরা পিরোজপুর সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এদিন বিকেলে টুঙ্গিপাড়া থানা পুলিশ এসে তাদের নিজেদের হেফাজতে নিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন—টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি এলাকার মৃত রাজা শেখের ছেলে ইসরাইল হোসেন ইসরাফিল (২৫) এবং গওহরডাঙা এলাকার মৃত ইউসুফ হোসেনের ছেলে খোকন হোসেন সম্রাট (২৭)। ইসরাফিলের বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। অন্যদিকে সম্রাটের নামে টুঙ্গিপাড়া থানায় পেনাল কোড, সন্ত্রাসবিরোধী আইন ও এনসিপি নেতাদের ওপর হামলার ঘটনায় মোট পাঁচটি মামলা দায়ের রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, টুঙ্গিপাড়া থানার বিভিন্ন সহিংস ঘটনার সঙ্গে এই দুইজনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। টুঙ্গিপাড়া থানার রিকুইজিশনে পিরোজপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
What's Your Reaction?






