নোয়াখালী সাংবাদিক ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন

নোয়াখালীর চৌমুহনীতে নোয়াখালী সাংবাদিক ইউনিটির কার্যকরী কমিটি বিলুপ্ত করে একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) বিকেলে চৌমুহনী পৌর সুপার মার্কেটের ষষ্ঠ তলায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
নবগঠিত তিন সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন এম এস জামাল। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু নাছের এবং মোঃ নাসির উদ্দীন মিরাজ ভূঁইয়া।
সংগঠনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এই আহ্বায়ক কমিটি আগামী ৯০ কার্যদিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রস্তুত করে কার্যকরী কমিটির নির্বাচনের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।
সভায় নোয়াখালী সাংবাদিক ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম মানিক, এমজি বাবর, রিপন মজুমদার এবং প্রদীপ কুমার সেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নোয়াখালী সাংবাদিক ইউনিটি এই অঞ্চলের সাংবাদিকদের অন্যতম একটি সংগঠন। ২০০৯ সাল থেকে সংগঠনটি তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে ভূমিকা রাখছে।[1] নোয়াখালী জেলার সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনটির কার্যক্রম স্থানীয় গণমাধ্যম জগতে বেশ গুরুত্বপূর্ণ।
What's Your Reaction?






