পিরোজপুরে শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকারের প্রণোদনা

পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালিত ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস স্কিম (SEDP)’ এর আওতায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার ২৮ জুলাই সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে কৃতি শিক্ষার্থীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মো. ইদ্রিস আলী আযিযী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম, শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. মাহমুদুর রহমান খান এবং পৌর বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মানিক।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ১৯ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১০ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিকের ১৬ জন শিক্ষার্থীকে ২৫ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সরকারের এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উৎসাহিত ও মনোযোগী করে তুলবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে, যা তাদের ভবিষ্যতে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তারা এই ধরণের কার্যক্রম অব্যাহত রাখার এবং এর পরিসর আরও বাড়ানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরকে অনুরোধ জানান।
শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সারা দেশেই এই ‘পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSI)’ স্কিমের আওতায় শিক্ষার্থীদের পুরস্কৃত করা হচ্ছে, যার মূল লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহ প্রদান করা।
What's Your Reaction?






