পিরোজপুরের নাজিরপুরে বাসমালিক সমিতির বিরুদ্ধে বিক্ষোভ

পিরোজপুরের নাজিরপুরে বাসমালিক সমিতির বিরুদ্ধে অটোচালক ও যাত্রীদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ মে) বিকালে নাজিরপুর-পিরোজপুর সড়কে এ কর্মসূচি পালন করেন স্থানীয় অটোচালক ও সচেতন জনসাধারণ।
বিক্ষোভ-পরবর্তী পথসভায় বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান, উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান সরদার, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. ইসরাফিল হাওলাদার ও অটোচালক মো. সোহেল প্রমুখ।
পথসভায় বক্তারা অভিযোগ করেন, নাজিরপুর-পিরোজপুর সড়কে চলাচলকারী অটোচালকদের থেকে দীর্ঘদিন ধরে বাসমালিক সমিতির পক্ষ থেকে চাঁদা আদায় করা হচ্ছে। চাঁদা না দিলে চালকদের সঙ্গে দুর্ব্যবহার এবং বাধা সৃষ্টি করা হয়। বক্তারা আরও অভিযোগ করেন, সমিতির সদস্যরা বর্তমানে আইন বানিয়ে অটোচালকদের সড়কে চলাচলে বাধা দিচ্ছেন, এমনকি জরুরি রোগীবাহী অটো রিকশাকেও পিরোজপুর যেতে দিচ্ছেন না।
সাবেক উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, “গত আওয়ামী লীগ সরকারের সময়ে নিয়মিতভাবে চাঁদা আদায় এবং চালকদের হয়রানি চলত। এখনো সেই চিত্রের খুব বেশি পরিবর্তন হয়নি। কয়েক হাজার অটোচালক এই অনিয়মের কারণে দুর্বিষহ জীবনযাপন করছেন।”
বক্তারা বাসমালিক সমিতির এ ধরনের আচরণের অবসান ঘটাতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
What's Your Reaction?






