নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পিরোজপুরের নাজিরপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টায় নাজিরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাজিয়া শাহনাজ তমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ। সভায় বক্তব্য রাখেন নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অনুপ কুমার সিকদার এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিকাশ বাওয়ালী।
সভায় উপজেলার ১২৭টি সার্বজনীন দুর্গা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়।
What's Your Reaction?






