জামায়াতে ইসলামীকে ভোট দিলে বাংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে পরিণত করবো - মাসুদ সাঈদী

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Nov 3, 2025 - 19:15
 0  3
জামায়াতে ইসলামীকে ভোট দিলে বাংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে পরিণত করবো - মাসুদ সাঈদী

জামায়াতে ইসলামীকে ভোট দিলে বাংলাদেশকে উন্নয়নের স্বর্গরাজ্যে পরিণত করা হবে বলে মন্তব্য করেছেন ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা মাসুদ সাঈদী।

রবিবার (০৩ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার কলারণ চণ্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভোটকেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “দেশের প্রতিটি মানুষ আজ পরিবর্তন চায়। তারা চায় জবাবদিহিতামূলক সরকার ও ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা। আমরা নির্বাচিত হলে বাংলাদেশকে ন্যায় ও ইনসাফভিত্তিক স্বর্গরাজ্যে রূপান্তরিত করবো।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ এখন ক্রান্তিকালে আছে,শত্রুরা বারবার মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। আমরা যদি নিজেদের মধ্যে বিভেদে জড়াই, তাহলে ফ্যাসিস্ট শক্তি আবার মাথা তুলে দাঁড়াবে।”

মাসুদ সাঈদী দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করে বলেন, “আল্লামা সাঈদী যেভাবে পিরোজপুরের উন্নয়ন করেছেন, আমি তাঁর অসমাপ্ত কাজ সম্পন্ন করতে চাই। আমিও তাঁর মতো আমানতদারীর সঙ্গে পিরোজপুরকে সাজাতে চাই।”

সভায় সভাপতিত্ব করেন চণ্ডিপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ছারোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. জহিরুল হক, সহকারী সেক্রেটারি শেখ মো. আব্দুর রাজ্জাক, সদর উপজেলা আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, ইন্দুরকানী উপজেলা আমীর মাওলানা আলী হোসেন, সাবেক আমীর মো. হাবিবুর রহমান, কেসি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ এস. এম. ইউনুস আলী, উপজেলা শিবির সভাপতি মো. আশরাফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow