৫ দফা দাবিতে রাজপথে নামছে জামায়াতসহ ৮ ইসলামী দল

মোঃ রহমাতুল্লাহ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Nov 3, 2025 - 19:19
 0  6
৫ দফা দাবিতে রাজপথে নামছে জামায়াতসহ ৮ ইসলামী দল

জাতীয় নির্বাচনের আগে গণভোটসহ পূর্বঘোষিত পাঁচ দফা দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ সমমনা আটটি দল।

সোমবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানসহ নতুন কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী বৃহস্পতিবার গণমিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান এবং ১১ নভেম্বর বিক্ষোভ সমাবেশ।

মামুনুল হক এসময় বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতায় যে সাত দিনের সময় দিয়েছে সরকার, আমরা বিশ্বাস করি সেই সময়ের মধ্যে দলগুলো বসে একমত হবে।

এক্ষেত্রে দলগুলোর মধ্যে আলোচনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ‘রেফারির’ ভূমিকায় থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের।

তিনি বলেন, ‘আমি গতকালকে দলগুলোর মধ্যে একটি আলোচনার আহ্বান করেছিলাম। আজকে উপদেষ্টা পরিষদও সেই রকম একটি আহ্বান দলগুলোর কাছে জানিয়েছে। আমরাও দেখতে চাই মেইন স্টেকহোল্ডার দলগুলো এই আহ্বানে যেন সাড়া দেয়। তারাও যদি আমাদের মতো একইভাবে সাড়া দেয়, তাহলে একটা রাস্তা বেরিয়ে আসবে।’

গত অক্টোবরের শেষে জুলাই সনদের বাস্তবায়নে ঐকমত্য কমিশনের সুপারিশের পরই গণভোটসহ সনদের বেশ কিছু বিষয় নিয়ে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ দেখা দেয়।

এমন পরিস্থিতিতে সোমবার সংবাদ সম্মেলন করে দলগুলোকে নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে সাত দিনের সময় বেঁধে দেয় অন্তর্বর্তী সরকার।

ধর্মভিত্তিক আটটি দলের এই বৈঠকের পর সংবাদ সম্মেলনে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি, জাতীয় নির্বাচনের আগে গণভোট, জোটের প্রতীকে নির্বাচন নিয়ে আরপিওর পুনঃসংশোধন না করারও দাবি জানায় দলগুলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow