বান্দরবানে বিএনপির মনোনয়ন পেলেন রাজপুত্র সাচিং প্রু জেরী

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Nov 3, 2025 - 19:57
 0  9
বান্দরবানে বিএনপির মনোনয়ন পেলেন রাজপুত্র সাচিং প্রু জেরী

বান্দরবান-৩০০ নং সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী। সোমবার (০৩ নভেম্বর) বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন আসনের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এর মধ্যে বান্দরবান আসনে রাজপুত্র সাচিং প্রু জেরীর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে জেলায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়।

মনোনয়ন ঘোষণার পরপরই জেলা শহরসহ বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। বিশেষ করে সাচিং প্রু জেরীর সমর্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তবে অপর দুই মনোনয়নপ্রত্যাশী মাম্যেচিং ও জাবেদ রেজা সমর্থিত নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশার সুর শোনা যায়।

তবে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে সকলকে একসঙ্গে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা বলেন, “নির্বাচনে জয়লাভ করতে আমরা সকল বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতাদের নির্দেশনাই আমাদের চূড়ান্ত পথনির্দেশ।”

অন্যদিকে জেলা বিএনপির সাবেক সভাপতি মাম্যেচিংয়ের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। জানা গেছে, বান্দরবান জেলা বিএনপি থেকে সাচিং প্রু জেরী, মাম্যেচিং ও জাবেদ রেজা—এই তিনজনই মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সম্প্রতি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তিনজনের সঙ্গে আলোচনা হয়, যেখানে স্পষ্টভাবে জানানো হয়—যিনি মনোনয়ন পাবেন, তাঁর পক্ষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন, কেন্দ্রীয় নির্দেশনার পরও বান্দরবান জেলা বিএনপির দীর্ঘদিনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সম্পূর্ণ নিরসন হবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে রাজপরিবারের দুই সদস্য—রাজপুত্র সাচিং প্রু জেরী ও রাজপুত্রবধূ মাম্যেচিং-এর মধ্যকার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা দলীয় ঐক্যে প্রভাব ফেলেছে। সেই সঙ্গে জাবেদ রেজার সঙ্গেও সাম্প্রতিক সময়ে কিছু মতবিরোধ দেখা দিয়েছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এবার যদি বিএনপি ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে পারে, তাহলে বান্দরবান আসনে তাদের জয়ের সম্ভাবনা উজ্জ্বল। কারণ, এবার আওয়ামী লীগ থেকে কোনো প্রার্থী না থাকায় বিএনপির প্রার্থী সাচিং প্রু জেরীর জন্য এটি একটি বড় সুযোগ হয়ে এসেছে।

এদিকে আসন্ন নির্বাচনে বান্দরবানে বিএনপির রাজপুত্র সাচিং প্রু জেরীর পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতা করবেন জনসংহতি সমিতি (জেএসএস)-সমর্থিত কেএসমং মারমা, নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবর রহমান এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মাওলানা আবুল কালাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow