ইসলামী আলোয় আলোকিত করার শিক্ষা জামায়াতে ইসলামী দিয়ে থাকে - শামীম সাঈদী

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Nov 3, 2025 - 21:19
 0  3
ইসলামী আলোয় আলোকিত করার শিক্ষা জামায়াতে ইসলামী দিয়ে থাকে - শামীম সাঈদী

পিরোজপুর -২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,আল্লামা সাঈদী পুএ ও সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান জননেতা শামীম সাঈদী বলেছেন,"সমাজ থেকে সকল অন্যায়,দূর্নীতি অনিয়ম দূর করতে হলে ইসলামী নৈতিকতা,আদর্শ ও ইসলামী মূল্যবোধের ভিওিতে দেশ পরিচালনা করতে হবে।এজন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ছেলে মেয়েদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে,কুরআনের আদর্শে জীবন গড়তে হবে,কুরআনের আলোকে দেশ পরিচালনা করতে হবে। কুরআনের আদর্শই হলো সকল অনিয়ম ও দুর্নীতি দূর করার মূলমন্ত্র। এটা আমাদেরকে মনে প্রানে বিশ্বাস করতে হবে ও মানতে হবে। সকলকে এ ব্যাপারে উৎসাহিত করতে হবে এবং যারা পথভ্রষ্ট হয়েছে তাদেরকে কুরআনের পথে ফিরিয়ে এনে ইসলামের আলো আলোকিত করতে হবে। আর ইসলামি আলোয় আলোকিত করার শিক্ষা বাংলাদেশ জামায়াতে ইসলামী দিয়ে থাকে।"  

অদ্য সোমবার (০৩ নভেম্বর) সকাল ৮টা থেকে দিনব্যাপী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলাধীন তেলিখালী ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অবিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,"তোমরা পিতা মাতার স্বপ্ন বাস্তবায়ন ও নিজেদের জীবন গড়তে শিক্ষা গ্রহণ করতে এসেছো। শিক্ষা গ্রহণ করে শিক্ষিত হয়ে নিজেদের মেধা ও মননশীলতার  মাধ্যমে সমাজ ও রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে আর সেটা যেন সুশিক্ষা হয়। সমাজের সকল দুর্নীতি অনিয়ম দূর করার হাতিয়ার হিসেবে আদর্শবান মানুষ হয়ে পিতা মাতার মুখ উজ্জ্বল করবে, কুরআনের আলোয় জীবন পরিচালনা করবে। কেননা কুরআনের শিক্ষা ছাড়া পরিপূর্ণ আদর্শবান মানুষ হওয়া সম্ভব নয়, এ কথা মনে প্রাণ মেনে সামনে চলতে হবে,এতে পথ সুগম হবে।"

তিনি শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন,"শিক্ষকরা মানুষ গড়ার কারিগর। শিক্ষকেরাই সন্তানের মত শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা দিয়ে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। এজন্যই শিক্ষকরা সমাজের শ্রদ্ধার পাত্র। কিন্তু অনেক সময় কিছু কিছু শিক্ষক ও অভিভাবকদের কারণে ভবিষ্যৎ প্রজন্মের ভিতরে কুশিক্ষা ঢুকিয়ে আদর্শবান মানুষ হওয়া দুরে রাখে,ভুল সিদ্ধান্তে তাদেরকে খারাপ পথে ধাবিত করে, সমাজকে ধ্বংস করে দেয়। যার ফলস্বরুপ সমাজে অনিয়ম-দুর্নীতি ও অপসংস্কৃতিতে ভরিয়ে দেয়, দেশকে ধ্বংসের মুখে ফেলে দেয়। এজন্য শিক্ষক ও অভিভাবকদের সজাগ ও সচেতন হতে হবে। সঠিক ও যোগ্য নেতৃত্বের হাতে যাতে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় সে ব্যাপারে আপনাদেরকে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, দেশের দুর্নীতি অনিয়ম দূর করতে আপনাদেরকে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। আর বাংলাদেশ জামায়াতে ইসলামীই সকল অন্যায়-অনিয়ম দূর করার একমাত্র হাতিয়ার।"

তিনি ভান্ডারিয়া উপজেলাধীন তেলিখালী ইউনিয়নের তেলিখালী মাধ্যমিক বিদ্যালয়, তেলিখালী ইসলামিয়া ফাজিল মাদ্রাসা,তেলিখালী দাখিল মাদ্রাসা,তেলিখালী জুনিয়র মাধ্যমিক বিদ্যালয়, ছোট হুজুরের দরবার শরীফ, হরিণপালা কওমী মাদ্রাসা, তেলিখালী বাজার,জুনিয়া বাজার, হরিণপালা গুচ্ছগ্রাম সহ বিভিন্ন জনসমাগম স্থানে মতবিনিময় ও গণসংযোগ করেন। 

এ সময় শামীম সাঈদীর সঙ্গে উপস্থিত ছিলেন,ভান্ডারিয়া উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আমির হোসেন খান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি গোলাম মোস্তফা মুসা,তেলিখালী ইউনিয়ন জামায়াতের আমীর অধ্যাপক সাদিকুর রহমান, তেলিখালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা মুজিবুর রহমান, তেলিখালী ইউনিয়ন শিবিরের সভাপতি আহাম্মেদ রিফাত সিকদার সহ জামাতের বিভিন্ন অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow