নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন শেখ রেজাউল ইসলাম রেজু

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Nov 3, 2025 - 21:28
 0  4
নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বিএনপির মনোনয়ন পেলেন শেখ রেজাউল ইসলাম রেজু

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন নওগাঁ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং আত্রাই উপজেলা বিএনপির সভাপতি এস এম রেজাউল ইসলাম রেজু।

সোমবার (৩ নভেম্বর) দলীয় মনোনয়নের খবর প্রকাশের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “দলের সর্বোচ্চ নেতৃত্বের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা জানাই। আমাকে এই পবিত্র দায়িত্ব অর্পণ করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আমাদের আদর্শের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি সশ্রদ্ধ সালাম ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের আদর্শে অনুপ্রাণিত হয়েই জনগণের সেবার ব্রত নিয়ে রাজনীতিতে এসেছি।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের ভালোবাসা, ত্যাগ ও অক্লান্ত পরিশ্রমই আমার এগিয়ে চলার মূল শক্তি। এখন সময় এসেছে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকে আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে হবে। আসুন, আমরা একসাথে এলাকার জনগণের আস্থা অর্জন করে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি।”

জনগণের প্রতি আহ্বান জানিয়ে রেজাউল ইসলাম রেজু বলেন, “আত্রাই ও রাণীনগরের মানুষ আমার পরিবারের সদস্যের মতো। আমি আপনাদের পাশে থাকতে চাই, সুখে-দুঃখে অংশ নিতে চাই। উন্নয়ন ও শান্তি বজায় রাখতে জনগণের সম্মিলিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। সকলের ভালোবাসা ও সহযোগিতা পেলে এই অঞ্চলকে একটি সমৃদ্ধ ও মডেল এলাকায় রূপান্তরিত করতে পারব বলে বিশ্বাস করি।”

ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, “প্রতিটি ইউনিয়নে আধুনিক শিক্ষাব্যবস্থা ও কারিগরি শিক্ষার সুযোগ সৃষ্টি করা হবে। গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলোর মানোন্নয়ন করে বিশেষজ্ঞ চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও অবকাঠামোর দ্রুত সংস্কার ও নতুন সংযোগ স্থাপন করা হবে। কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি শিল্প-বাণিজ্যের প্রসার ঘটিয়ে শিক্ষিত বেকার যুবকদের জন্য কর্মসংস্থান তৈরি করা হবে।”

বিএনপির হাইকম্যান্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন বলেন, “এস এম রেজাউল ইসলাম রেজু একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এবং জনগণের প্রতি গভীর ভালোবাসা তৃণমূলের কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। আমরা বিশ্বাস করি, তার নেতৃত্বে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”

রাণীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও দলের হাইকম্যান্ড যে বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। রেজু ভাই একজন তৃণমূলনির্ভর নেতা, যার ত্যাগ, নিষ্ঠা ও দায়বদ্ধতা সর্বজনবিদিত। তার নেতৃত্বে আত্রাই-রাণীনগরে রাজনৈতিক ভেদাভেদ দূর হবে, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও জোরদার হবে। ধানের শীষের বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow