নওগাঁর আত্রাইয়ে বিএনপির কেন্দ্রীয় নেতার গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Oct 6, 2025 - 11:40
 0  51
নওগাঁর আত্রাইয়ে বিএনপির কেন্দ্রীয় নেতার গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন বুলুর নেতৃত্বে ব্যাপক গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের সাথে সংযোগ স্থাপনের পর তিনি একটি মিছিলে নেতৃত্ব দেন।

মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন চত্বরে এসে শেষ হয়। সেখানে সন্ধ্যা ৫টায় আয়োজিত এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন বুলু।

বক্তব্যে আনোয়ার হোসেন বুলু বলেন, বিএনপি সর্বদা দেশ ও দশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নের ধারাকে গতিশীল করতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের সাথে নিয়ে তিনি সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে বিএনপির লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাবেন।

এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান প্রাং, আত্রাই উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. এমদাদুল হক পিন্টু, সদস্য মো. আব্দুল হাকিম, আত্রাই উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মো. একরামুল বারী রঞ্জু, রানীনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি জাকির হোসেন, রানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুর হাসান বেলাল এবং রানীনগর শেরেবাংলা কলেজের ছাত্রদলের সভাপতি হুমায়ুন কবিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow