মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নবনির্বাচিত ক্রীড়া সম্পাদককে ফুলেল শুভেচ্ছা

ফরিদপুরের মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের নবনির্বাচিত ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইমামুল বিশ্বাস ইমামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে মধুখালী উপজেলা পরিবেশক সমিতি।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১১টায় মধুখালী উপজেলা গেটসংলগ্ন হাজি আব্দুল গফ্ফার খান মার্কেটের নিচতলায় সমিতির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিবেশক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, সদস্য মোঃ ওবায়দুর রহমান ও মোঃ তানভীর আহমেদসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
সমিতির নেতৃবৃন্দ নবনির্বাচিত ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইমামুল বিশ্বাস ইমামকে শুভেচ্ছা জানিয়ে তাঁর আগামীর পথচলায় সফলতা কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, তিনি ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে ব্যবসায়ী সমাজের কল্যাণে কাজ করে যাবেন।
উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত মধুখালী বাজার ব্যবসায়ী পরিষদের ত্রিবার্ষিক নির্বাচনে মোঃ ইমামুল বিশ্বাস ইমাম বিপুল ভোটে ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হন। তাঁর এই অর্জনে উপজেলা পরিবেশক সমিতির পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
What's Your Reaction?






