থানচিতে প্রবারণা উৎসবের ফুটবল টুর্নামেন্টে ছি:মুইথতং চ্যাম্পিয়ন

বান্দরবানের থানচি উপজেলায় প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আয়োজিত ১৫তম ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ছাংদাক পাড়া ছি:মুইথতং স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রবিবার (৫ অক্টোবর) বিকালে উপজেলা মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ফাইনালে তারা মিয় স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে।
প্রবারণা বা আশ্বিনী পূর্ণিমা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে মোট ২০টি দল অংশগ্রহণ করে। রবিবার বিকাল ৩টায় ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট উবাথোয়াই মারমা। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ছাংদাক পাড়া ছি:মুইথতং স্পোর্টিং ক্লাব। খেলার বিভিন্ন সময়ে করা তিনটি গোলের সুবাদে তারা সহজেই জয় নিশ্চিত করে। অন্যদিকে, ক্রংক্ষ্যং পাড়া মিয় স্পোর্টিং ক্লাব গোল পরিশোধের চেষ্টা করেও ব্যর্থ হলে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবারণা ও আশ্বিনী পূর্ণিমা উদযাপন কমিটির সভাপতি খেমংথুই মাস্টার। তিনি তার বক্তব্যে বলেন, "আজকাল গ্রামের জনপ্রিয় ফুটবল খেলা হারিয়ে যেতে বসেছে। যুব সমাজ মোবাইলে ব্যস্ত সময় পার করছে। তাদের খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যেই আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, প্রেস ক্লাবের সভাপতি অনুপম মারমা, কৃষক দলের আহ্বায়ক মংসাগ্য মারমা, ছাংদাক পাড়া যুব নেতা নুমংপ্রু মারমা, মংচিংসা মারমা, সাবেক মেম্বার ক্রাপ্রুঅং মারমা এবং সদর ইউনিয়ন পরিষদের সদস্য হ্লাচিং মারমা, মেখয় মারমা ও শৈখ্যাইঅং মারমাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ।
এই আয়োজনকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। দর্শকরা ফাইনাল ম্যাচটি উপভোগ করেন এবং বিজয়ী দলকে অভিনন্দন জানান।
What's Your Reaction?






