আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের র‍্যালি ও সভা অনুষ্ঠিত

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Oct 5, 2025 - 18:41
Oct 5, 2025 - 19:45
 0  28
আশুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধে ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের র‍্যালি ও সভা অনুষ্ঠিত

ঢাকার সাভারের আশুলিয়ায় ডেঙ্গু জ্বর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‍্যালি এবং ২নং মডেল জোন কমিটির মাসিক ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এই কর্মসূচির আয়োজন করে।

রবিবার (৫ অক্টোবর) দুপুরে আশুলিয়ার জামগড়া চৌরাস্তায় ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে ইয়ারপুর ২নং জোন কমিটির উদ্যোগে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে ফুড ফেয়ার থাই চাইনিজ রেস্টুরেন্টে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২নং মডেল জোনের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানের সার্বিক সহযোগিতায় এই সভা আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এবং বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) আশুলিয়া থানা উপশাখার সভাপতি মোঃ জহিরুল ইসলাম খাঁন লিটন।

ইয়ারপুর ২নং মডেল জোন কমিটির সভাপতি সার্জেন্ট (অবঃ) তৌহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সালাহ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামগড়া পল্লী চিকিৎসক সমাজ কল্যাণ সংস্থার সভাপতি ও বিসিডিএস আশুলিয়া থানা উপশাখার সহ-সভাপতি নুর উদ্দিন পাটোয়ারী, কাশেমপুর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আমিনুল ইসলাম, আশুলিয়া ফার্মেসী ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সহ-সভাপতি এম এ হাসান, সাধারণ সম্পাদক মোর্শেদ আলী খান পাপ্পু, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ, সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রাজা এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান রুবেল।

এছাড়াও, আশুলিয়া থানা বিসিডিএস উপশাখার এক্সিকিউটিভ সদস্য জিহাদুল ইসলাম, শাজাহান সুজন, শুয়েবুর রহমান শোয়েবসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। বক্তারা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow