বাইপাইল আন্ডারপাসে কাদা–পানির দুর্ভোগে মানুষের পাশে এনসিপি ও যুবশক্তি

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Nov 3, 2025 - 11:52
 0  8
বাইপাইল আন্ডারপাসে কাদা–পানির দুর্ভোগে মানুষের পাশে এনসিপি ও যুবশক্তি

আশুলিয়ার বাইপাইল আন্ডারপাস দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে আছে। সামান্য বৃষ্টি হলেই পুরো রাস্তাজুড়ে জমে যায় কাদা ও পানি, ফলে প্রতিদিনই শিক্ষার্থী, অফিসগামী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। নোংরা পানি মাড়িয়ে চলতে গিয়ে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যায় সর্বক্ষণ।

এ অবস্থায় রবিবার সকালে মানুষের ভোগান্তি কমাতে এনসিপি ও যুবশক্তির নেতা-কর্মীরা নিজেদের উদ্যোগে রাস্তাটি সংস্কার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমে পড়েন। কোদাল হাতে নিয়ে তারা একযোগে কাদা সরানো, পানি নিষ্কাশন ও রাস্তা চলাচল উপযোগী করার কাজ শুরু করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, “অনেকদিন ধরে এই রাস্তা এমন করুণ অবস্থায় ছিল। এনসিপি ও যুবশক্তির নেতা-কর্মীরা নিজেরা নেমে এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন—এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।”

নেতা-কর্মীরা জানান, এটি তাদের সামাজিক দায়িত্ববোধ থেকে নেওয়া একটি উদ্যোগ। ভবিষ্যতেও তারা জনগণের পাশে থেকে এমন জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে যেতে চান।

এলাকাবাসীর মতে, এই উদ্যোগ শুধু রাস্তা সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি সমাজে এক ইতিবাচক বার্তা দিয়েছে—নিজ এলাকার সমস্যা নিজেরাই সমাধান করার এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow