ব্রাকসুর প্রচারণায় আগাম শুভসূচনা, নির্বাচনী হাওয়া বইছে বেরোবি ক্যাম্পাসে

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি, রংপুরঃ
Nov 3, 2025 - 11:55
 0  3
ব্রাকসুর প্রচারণায় আগাম শুভসূচনা, নির্বাচনী হাওয়া বইছে বেরোবি ক্যাম্পাসে

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা এখনো শুরু না হলেও নির্বাচনী আমেজ ইতোমধ্যে ছড়িয়ে পড়তে শুরু করেছে। এরই ধারাবাহিকতায় আগাম প্রচারণার সূচনা করেছেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য পদপ্রার্থী তানভীর হাসান দিপু। এতে ক্যাম্পাসজুড়ে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।

রবিবার (২ নভেম্বর) সকালে দিপু আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণার যাত্রা শুরু করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (AIS) বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী।

প্রচারণার প্রথম দিনে দিপু তাঁর সমর্থকদের সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শান্তিপূর্ণ শোভাযাত্রা করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেন। এ সময় তিনি বলেন, “শিক্ষার্থীদের কল্যাণ, অধিকার নিশ্চিত করা ও ব্রাকসুকে স্বচ্ছ ও কার্যকর একটি প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য।”

তিনি আরও শিক্ষাব্যবস্থার উন্নয়ন, সহ–শিক্ষাকার্যক্রমে অংশগ্রহণের সুযোগ বিস্তৃত করা এবং শিক্ষার্থীদের সমস্যার দ্রুত সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত অনেক শিক্ষার্থী তাকে সমর্থন জানিয়ে বলেন, ব্রাকসুতে যোগ্য, দায়িত্বশীল ও উদ্যমী নেতৃত্বের প্রয়োজন, যা তারা দিপুর মধ্যেই দেখতে পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, “আসন্ন ব্রাকসু নির্বাচন নিয়ে আমরা অনেক প্রত্যাশা করি। তানভীর দিপু ভাইয়ের আগাম প্রচারণা দেখে মনে হচ্ছে তিনি সত্যিই শিক্ষার্থীদের কথা ভাবছেন। আমরা চাই যে এবার এমন একজন প্রতিনিধি নির্বাচিত হোক, যিনি ছাত্রদের সমস্যা বুঝে তা সমাধানের চেষ্টা করবেন।”

প্রচারণা শুরুর পর থেকেই ক্যাম্পাসে তৈরি হয়েছে নির্বাচনী উচ্ছ্বাস ও উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থীদের আলোচনায় এখন প্রধান বিষয় আসন্ন ব্রাকসু নির্বাচন ও সম্ভাব্য প্রার্থীদের পরিকল্পনা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow