আশুলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ নারীসহ আটক ৫

সাভারের আশুলিয়ায় পৃথক দুটি স্থানে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ এক নারীসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে আশুলিয়ার ঘোষবাগ ও নিশ্চিন্তপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
যৌথ বাহিনী সূত্রে জানা যায়, শনিবার রাত আনুমানিক ১১টার দিকে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় জামগড়া আর্মি ক্যাম্পের একটি টহল দল নিয়মিত চেকপোস্ট পরিচালনা করছিল। এ সময় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় মো. জয় (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক জয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে জামগড়া আর্মি ক্যাম্প থেকে পুলিশ ও বিজিবির সমন্বয়ে একটি যৌথ টহল দল ঘোষবাগে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. শাহাজুদ্দি (৪০) ও তার মা রোমিজা খাতুনের (৬০) বাড়িতে অভিযান চালায়। এ সময় শাহাজুদ্দি ও তার মাকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে আরও ১৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ওই দিন প্রায় ২০০ পিস ইয়াবা বিক্রি করেছে বলে স্বীকার করে। স্থানীয় বাসিন্দারাও দীর্ঘদিন ধরে তাদের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ করে আসছিলেন। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা জানান, রোমিজা খাতুন নারী হওয়ায় দীর্ঘদিন ধরে সহজেই তাদের চোখে ধুলো দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
পরবর্তীতে আটককৃতদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনী নিশ্চিন্তপুর এলাকায় অভিযান চালায়। সেখান থেকে সাব্বির (১৮) নামে আরেক মাদক ব্যবসায়ীকে তার বাসার কাছ থেকে আটক করা হয়। তার কাছ থেকে ৬ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, তার সহযোগী আলফাজকেও (২০) নিশ্চিন্তপুর থেকে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
এই অভিযানে মোট ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১৪,১২০ টাকা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত ১০টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃত পাঁচজন হলেন- ঘোষবাগ এলাকার মো. জয় (৩০), মো. শাহাজুদ্দি (৪০) ও রোমিজা খাতুন (৬০) এবং নিশ্চিন্তপুর এলাকার সাব্বির (১৮) ও আলফাজ (২০)।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য সরঞ্জামসহ আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
What's Your Reaction?






