পিরোজপুরে ২৬ জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের আবেগঘন বিদায় সংবর্ধনা

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 21, 2025 - 12:46
 0  5
পিরোজপুরে ২৬ জন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের আবেগঘন বিদায় সংবর্ধনা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় এক আবেগঘন ও আনন্দঘন পরিবেশে ২৬ জন অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই সাথে, বদলিজনিত কারণে বিদায়ী উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. গিয়াস উদ্দীনকেও সম্মাননা জানানো হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার বলদিয়া ইউনিয়নের আদর্শ বয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে বলদিয়া ইউনিয়ন প্রাথমিক শিক্ষা পরিবার এই অনুষ্ঠানের আয়োজন করে। ২০০৬ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে অবসর গ্রহণকারী শিক্ষকদের এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার জসিম আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ ইউআরসি’র ইন্সট্রাক্টর মো. শাহেনেওয়াজ এবং আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হেমায়েত গাজী।

পঞ্চবেকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. নাসরীন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. সাজেদুল হক সিতুল এবং সহকারী শিক্ষিকা সাইমুন্নাহার লুচি। এছাড়াও অনুষ্ঠানে বয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার রুবি, বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম হোসাইন, কাটাপিটানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমানসহ বলদিয়া ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিদায়ী শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, "জীবনের শেষ প্রান্তে এসে এতো সুন্দর ও সম্মানজনক একটি বিদায় পাবো, তা কখনো কল্পনাও করিনি।" এই সম্মাননা পেয়ে তারা আপ্লুত।

উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে অবসরপ্রাপ্ত শিক্ষকদের শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের কথা তুলে ধরেন এবং তাদের দীর্ঘদিনের কর্মময় জীবনের প্রশংসা করেন। তারা বলেন, আগামী প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করতে এই শিক্ষকদের অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। সমগ্র অনুষ্ঠানটি ছিল একটি আবেগঘন ও স্মরণীয় মুহূর্ত, যা উপস্থিত সকলের হৃদয় ছুঁয়ে গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow