নাজিরপুরে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও দাওয়াতি পক্ষ পালন

আল-আমিন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 13, 2025 - 16:35
 0  4
নাজিরপুরে জামায়াতে ইসলামীর গণসংযোগ ও দাওয়াতি পক্ষ পালন

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলাধীন শ্রীরামকাঠী ইউনিয়ন শাখার উদ্যোগে স্থানীয় বাজারে গণসংযোগ ও দাওয়াতি পক্ষ পালন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ (নাজিরপুর-পিরোজপুর-জিয়ানগর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী।

শ্রীরামকাঠী ইউনিয়ন জামায়াতের সভাপতি কাজী মোসলেহ্ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণসংযোগ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাসুদ সাঈদী বলেন, "বাংলাদেশের মানুষ এখন সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্বের অপেক্ষায় আছে। জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণে জামায়াতে ইসলামীকে ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে।" তিনি আরও বলেন, "আল্লাহ তায়ালা জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে আমরা শাসক না হয়ে জনগণের সেবক হবো ইনশাআল্লাহ।"

আলহাজ্ব সাঈদী তার বক্তব্যে ইসলামের বিজয় প্রতিষ্ঠার জন্য যেকোনো ত্যাগ স্বীকারে জামায়াতের নেতাকর্মীদের প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, "এই জমিনে ইসলামের বিজয়ের পতাকা না উড়ানো পর্যন্ত যেকোনো ত্যাগ ও কুরবানী দিতে জামায়াতের প্রতিটি নেতাকর্মী সবসময় প্রস্তুত আছে এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।"

গণসংযোগ ও দাওয়াতি পক্ষ পালন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, উপজেলা সেক্রেটারি কাজী মোসলেহ উদ্দিন, জেলা জামায়াতের মিডিয়া বিভাগের সোহরাব হোসাইন জুয়েল এবং পিরোজপুর পৌরসভা ওলামা বিভাগের সভাপতি মাওলানা আমীরুল ইসলাম। এছাড়াও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি হাফেজ ইমরান হোসাইন, উপজেলা যুব বিভাগের সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সহ-সভাপতি মো: জাহিদুল হকসহ স্থানীয় নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow