পিরোজপুরে ল'ইয়ার্স ক্লাবের সদস্যদের আল্লামা সাঈদী ফাউন্ডেশন পরিদর্শন ও কবর জিয়ারত অনুষ্ঠিত
পিরোজপুরে শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (রহ.) এর মামলার অন্যতম আইনজীবী আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে ন্যাশনাল ল'ইয়ার্স ক্লাবের একশত এর অধিক আইনজীবীদের নিয়ে আল্লামা সাঈদী ফাউন্ডেশন পরিদর্শন ও কবর জিয়ারত করেন।
শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১২টায় আল্লামা সাঈদীর সম্মানার্থে তার প্রতিষ্ঠিত সাঈদী ফাউন্ডেশন পরিদর্শনে আগমন,কবর জিয়ারত, আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
তাদের এই আগমনে আল্লামা সাঈদী ফাউন্ডেশনের পরিবেশ আনন্দ ও আবেগে ভরে ওঠে এবং সাঈদী ফাউন্ডেশন এর পক্ষ থেকে অএ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাঈদী পুত্র শামীম সাঈদী তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার আমীর আলহাজ্ব তাফাজ্জল হোসাইন ফরিদ সহ জেলার দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় আগত অতিথিরা সাঈদী ফাউন্ডেশনের বিভিন্ন স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন ও শহীদ আল্লামা সাঈদীর রূপের মাগফেরাত কামনায় কবর জিয়ারত বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাত শেষ আল্লামা সাঈদীর জীবন ও কর্মের উপর এক আলোচনা অনুষ্ঠিত হয়।
আলোচনায় আগত অতিথিরা বলেন, আল্লামা সাঈদী'র জীবদ্দশায় মানুষের কল্যাণে ইসলামের খেদমতে,দ্বীন প্রচারের কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি সব সময় নিজেকে সৎ ও দুর্নীতির উদ্ধে রেখেছিলেন। একাধিকবার সংসদ সদস্যের দায়িত্ব পালন করলেও দুর্নীতির বিন্দু ও তাকে স্পর্শ করতে পারেনি। তিনি ছিলেন একজন সৎ ও আদর্শবান মানুষ। তিনি আমাদের জন্য আদর্শ। তিনি যে কথা বলে গেছেন তার ভবিষ্যৎবাণী আজ অক্ষরে অক্ষরে মিলে গেছে। তিনি এক যুগেরও বেশি সময় ধরে বিনা অপরাধে জেল খেটেছিলেন তবুও তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি। তাকে পরিকল্পিত ভাবে চিকিৎসার নামে হত্যা করা হয়েছে। তার হত্যার বিচার বাংলা জমিনে হবেই হবে। তাকে বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ একজন শত আদর্শবান মানুষ হিসেবে চেনেন। তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ