উৎসবমুখর আমেজে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমান্ডার্স স্কলারশিপ-২৫

রিপন মারমা, কাপ্তাই প্রতিনিধি, রাঙ্গামাটিঃ
Nov 8, 2025 - 13:40
 0  6
উৎসবমুখর আমেজে কাপ্তাইয়ে অনুষ্ঠিত হলো জোন কমান্ডার্স স্কলারশিপ-২৫

উৎসবমুখর আমেজে রাঙামাটির কাপ্তাইয়ে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় বারের মতো ‘জোন কমান্ডার্স স্কলারশিপ-২৫’। শনিবার (৮ নভেম্বর) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে এবং কাপ্তাই জোনের ৩৮ বীরের পরিচালনায় কাপ্তাই শিশু নিকেতন স্কুলে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত দেড় ঘণ্টাব্যাপী এই স্কলারশিপ পরীক্ষায় কাপ্তাই, রাঙ্গুনিয়া উপজেলা ও পার্শ্ববর্তী এলাকার ২৮টি প্রাথমিক বিদ্যালয়, ১৩টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি মাদ্রাসার তৃতীয় থেকে অষ্টম শ্রেণির মোট ৩৪০ জন শিক্ষার্থী অংশ নেয়।

কাপ্তাই শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার বলেন, “তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘ক বিভাগ’ এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ‘খ বিভাগ’-এ শিক্ষার্থীদের অর্জিত নম্বরের ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হবে।”

পরীক্ষাকেন্দ্রে ছিল প্রাণবন্ত প্রতিযোগিতার পরিবেশ ও শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অর্জনের উৎসাহ। অভিভাবকরা পরীক্ষা চলাকালে আয়োজনটির প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৮ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল কাদির শুভ, পিএসসি, সকাল সাড়ে ১০টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি বলেন, “কাপ্তাই ও আশপাশের এলাকায় শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব সৃষ্টির লক্ষ্যেই এই বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছে।”

পরিদর্শনকালে ৩৮ বীরের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ জিয়াউর রহমান, শিশু নিকেতন স্কুলের অধ্যক্ষ রেহানা আক্তার এবং জোনের অন্যান্য পদস্থ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরীক্ষাকেন্দ্রের বাইরে অপেক্ষমাণ অভিভাবক, শিক্ষক ও কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমরা আশা করি, এই কার্যক্রম প্রতিবছর নিয়মিতভাবে চলবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow