মহম্মদপুরে ‘শিবাজী গদিঘর’: হাতের নাগালে উন্নত সেবা
আর নয় দূরের বাজারে ছোটাছুটি বা অতিরিক্ত খরচের দুশ্চিন্তা। মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুরবাসীর জন্য মানসম্মত ও সুলভ মূল্যের আসবাবপত্র এবং গাড়ির সিট কভারের নির্ভরযোগ্য ঠিকানা এখন হাতের নাগালেই। তরুণ উদ্যোক্তা মিঠুন চন্দ্র বিশ্বাসের হাত ধরে বিনোদপুর চৌরাস্তায় যাত্রা শুরু করেছে ‘শিবাজী গদিঘর’ নামের একটি সেবামূলক প্রতিষ্ঠান, যা অল্প দিনেই স্থানীয়দের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
স্থানীয় মানুষের নান্দনিক রুচি, দৈনন্দিন প্রয়োজন এবং সাশ্রয়ী মূল্যে মানসম্মত সেবা নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় নিয়ে মিঠুন চন্দ্র বিশ্বাস এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। ডাক্তার মজিদ মার্কেটে অবস্থিত ‘শিবাজী গদিঘর’-এ তৈরি হচ্ছে আকর্ষণীয় ডিজাইনের নতুন সোফা, সব ধরনের গাড়ির সিট কভার এবং উন্নত মানের ভিআইপি গদি ও সোফা সেট।
প্রতিষ্ঠানটির বিশেষত্ব হলো এর গুণগত মান। প্রতিটি পণ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছে টেকসই ও আরামদায়ক উপাদান, যা কেবল পণ্যের সৌন্দর্যই বাড়ায় না, বরং দীর্ঘস্থায়িত্বও নিশ্চিত করে। সবচেয়ে বড় আকর্ষণ হলো, উন্নত মানের এই সকল পণ্য ও সেবা পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে, যা এলাকার ক্রেতাদের জন্য বয়ে এনেছে স্বস্তি।
এলাকাবাসী জানান, এতদিন এই ধরনের কাজের জন্য তাদের দূরবর্তী শহরে যেতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। ‘শিবাজী গদিঘর’ চালু হওয়ায় এখন বাড়ির কাছেই বিশ্বস্ত সেবা পেয়ে তারা অত্যন্ত আনন্দিত ও সন্তুষ্ট।
সব মিলিয়ে, ‘শিবাজী গদিঘর’ শুধু একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানই নয়, বরং মহম্মদপুরবাসীর জন্য গুণগত সেবা ও আস্থার এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ