বান্দরবান বিএনপিতে বিভাজন স্পষ্ট: তারেক রহমানের নির্দেশনার উল্টো চিত্র আলীকদমে
আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দলীয়ভাবে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীর পক্ষে কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সেই নির্দেশনার উল্টো চিত্র দেখা যাচ্ছে বান্দরবানের আলীকদম উপজেলা বিএনপিতে। প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় বিএনপিতে এখন স্পষ্ট বিভাজন দেখা দিয়েছে।
জানা গেছে, বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরিকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণার পর থেকেই জেলা ও উপজেলা পর্যায়ে দলটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একদিকে মনোনয়ন পাওয়া সাচিং প্রু জেরি গ্রুপ, অন্যদিকে মনোনয়ন বঞ্চিত ও জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা গ্রুপ।
দলের হাইকমান্ডের নির্দেশনা অমান্য করে স্থানীয় পর্যায়ে এমন প্রকাশ্য দ্বন্দ্বে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। অনেকেই মনে করছেন, জেলা বিএনপির শীর্ষ নেতাদের ব্যক্তিগত দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতাই এই বিভাজনের মূল কারণ। এর ফলে আলীকদমের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উপজেলায় বিএনপির সাংগঠনিক শক্তি ক্রমশ দুর্বল হয়ে পড়ছে।
তৃণমূলের নেতাকর্মীরা দাবি করছেন, কেন্দ্রীয় নেতৃত্ব যদি দ্রুত কার্যকর পদক্ষেপ না নেয়, তবে এই কোন্দল ভবিষ্যতে বান্দরবানের রাজনীতিতে বিএনপির জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
একজন স্থানীয় বিএনপি কর্মী বলেন, “আমরা চাই নেতৃত্বে ঐক্য আসুক। হাইকমান্ডের নির্দেশনা মানলে সবাই মিলে কাজ করতে পারব। কিন্তু এখন বিভাজন আমাদের মনোবল ভেঙে দিচ্ছে।”
আলীকদমে এই বিভক্তি বিএনপির জেলা পর্যায়ের রাজনীতিতেও নতুন করে অস্থিরতা তৈরি করেছে বলে জানা গেছে।
What's Your Reaction?
আবু জুয়েল নুরখান, আলীকদম প্রতিনিধি, বান্দরবানঃ