থানচির রেমাক্রি বাজারে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে বলিপাড়া

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Aug 29, 2025 - 20:47
 0  1
থানচির রেমাক্রি বাজারে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে বলিপাড়া

বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি বাজার এলাকায় স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করেছে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)। শুক্রবার (২৯ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা ১৫ মিনিট পর্যন্ত এ ক্যাম্প পরিচালনা করা হয়।

বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক বিএ-৭৮১৯ লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি-এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্প পরিচালনা করেন ব্যাটালিয়নের মেডিকেল অফিসার বিএ-১০২৩১৮ মেজর তাবেঈন ইয়াসিয়াজ ভূঁইয়া, বিজিওএম, এএমসি।

এ ক্যাম্পে মোট ১১২ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এর মধ্যে পুরুষ ৩৫ জন, নারী ৫২ জন এবং শিশু ২৫ জন। তারা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসা সহায়ক সামগ্রী পান।

থানচি উপজেলাসহ সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকার মানুষ এখনও উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। এমন পরিস্থিতিতে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) নিয়মিতভাবে এসব প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সহায়তা দিয়ে আসছে।

উল্লেখ্য, অতীতেও বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) গরীব ও অসহায় জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে। ভবিষ্যতেও এ ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে ব্যাটালিয়নের পক্ষ থেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow