খোকসায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত সন্ত্রাসী কালু গ্রেফতার

কুষ্টিয়ার খোকসায় পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত সন্ত্রাসী মোঃ আবুল কালাম ওরফে কালু (৫৫) গ্রেফতার হয়েছেন।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১২ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বনগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কালু বনগ্রাম পূর্বপাড়ার মৃত মোবারক হোসেনের ছেলে।
খোকসা থানা পুলিশ জানায়, আবুল কালাম কালু পাবনা জেলার বেড়া থানার একটি চাঁদাবাজি ও হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। তিনি বর্তমানে জামিনে ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইন এবং মারামারিসহ বিভিন্ন অভিযোগে আরও দশটি মামলা রয়েছে।
খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিকে (শুক্রবার) সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?






