খোকসায় ১২ মিনিটে কোটি টাকার স্বর্ণ লুট: লোহার সিন্দুকসহ উধাও দুর্বৃত্তরা

কুষ্টিয়ার খোকসায় প্রাইভেট কারে করে এসে দুর্বৃত্তরা একটি স্বর্ণের দোকানে হানা দিয়ে মাত্র ১২ মিনিটে কোটি টাকার সোনা-রুপাসহ লোহার সিন্দুক লুট করে নিয়ে গেছে। বৃহস্পতিবার (২২ মে) দিবাগত রাত সাড়ে ৪টার দিকে খোকসা পৌর বাজারে ঘটে এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা।
শুক্রবার (২৩ মে) দুপুরে দোকান খুলতে এসে ব্যবসায়ী মাসুম বিল্লা দেখতে পান তার জুয়েলারি শোরুমের একটি সাটারের সবকটি তালা খোলা। ভেতরে ঢুকে দেখতে পান, প্রায় চার মন ওজনের লোহার সিন্দুকটি চুরি হয়ে গেছে। তিনি জানান, ওই সিন্দুকে প্রায় ৪৫ ভরি সোনা, ৩০০ ভরি রুপা এবং নগদ ৩০ হাজার টাকা ছিল। তার দাবি, ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়—রাত ৪টা ৩০ মিনিটে একটি সিলভার রঙের প্রাইভেট কার এসে শোরুমের সামনে থামে। ওই সময় মসজিদে ফজরের আজান হচ্ছিল এবং রাস্তা দিয়ে কিছু মানুষ চলাফেরা শুরু করছিল। ঠিক ১২ মিনিট ১০ সেকেন্ড পর প্রাইভেট কারটি আগের দিকেই ফিরে যায়। ধারণা করা হচ্ছে, এই গাড়িতেই দুর্বৃত্তরা এসেছিল এবং অপারেশন চালিয়ে চলে যায়।
খোকসা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিরোদ কুমার রায় বলেন, থানা থেকে মাত্র কয়েকশ গজ দূরে এভাবে সিন্দুকসহ স্বর্ণ লুট হওয়ার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তিনি দ্রুত অপরাধীদের শনাক্ত করে মালামাল উদ্ধার ও দোষীদের শাস্তির দাবি জানান।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম রাত সাড়ে ৯টায় সাংবাদিকদের জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। তদন্ত চলছে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
এ ঘটনায় পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন এবং সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয়দের দাবি, বাজার এলাকায় রাত্রীকালীন নিরাপত্তা জোরদার না হলে এ ধরনের ঘটনা আরও ঘটতে পারে।
What's Your Reaction?






