থানচিতে বিএনকেএস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বান্দরবানের থানচি উপজেলার স্থানীয় এনজিও বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর প্রকল্প কার্যক্রম নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা আয়োজন করে বলিপাড়া নারী কল্যাণ সমিতি। প্রকল্পটির অর্থায়ন করেছে দাতা সংস্থা ডিয়াকোনিয়া বাংলাদেশ (Diakonia)।
সভায় সভাপতিত্ব করেন বিএনকেএস-এর প্রকল্প উপপরিচালক উবানু মারমা। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মজুমদার, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এসকে জহির উদ্দিন, নির্বাচন কর্মকর্তা আবদুল হামিদ, সোনালী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো. শাহিন মিঞা, প্রেস ক্লাব সভাপতি অনুপম মারমা এবং মাধ্যমিক শিক্ষা সহকারী কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায়।
সভায় ভিডিও স্লাইড প্রদর্শনের মাধ্যমে বিএনকেএস প্রতিষ্ঠালগ্ন ১৯৯১ সাল থেকে উপজেলা চারটি ইউনিয়নে দরিদ্র, অসহায় জনগণের শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজসেবামূলক ১১-১২টি প্রকল্প কার্যক্রম তুলে ধরা হয়।
অনুষ্ঠানে অতিথিরা এসব প্রকল্পের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
What's Your Reaction?






