পাখি ধরতে গিয়ে নিখোঁজ — ৩ দিন পর পুকুরে মিলল মাদরাসাছাত্রের লাশ

নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে উদ্ধার করা হলো এক মাদরাসাছাত্রের রক্তাক্ত লাশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে আরেক মাদরাসাছাত্রকে। নিহতের স্বজনদের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বরাগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামে রুহুল আমিন ড্রাইভারের পুকুর থেকে নিহত সাহাদাত হোসেন সজিবের (১৪) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে দুপুরে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত সজিব একই গ্রামের লস্কর বাড়ির মৃত শওকত আলীর ছেলে। সে কাশিপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র। আটককৃত মো. রনি (১৭) একই মাদরাসার ছাত্র এবং একই বাড়ির মো. রুবেলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার থেকে সজিব নিখোঁজ ছিল। বাড়ির পাশের একটি রিকশা গ্যারেজের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সজিব ও রনি মিলে নৌকায় করে বক ধরতে গিয়েছিল। প্রায় তিন ঘণ্টা পর ফুটেজে দেখা যায়, রনি একাই ফিরে আসে, সজিব আর ফেরেনি।
মঙ্গলবার পুলিশের অভিযানে কোনো সন্ধান মেলেনি। তবে বুধবার ভোররাতে পুকুরে সজিবের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম জানান,
‘একই বাড়ির দুই বন্ধু বক ধরতে গিয়ে ফিরে আসেনি সজিব। সন্দেহভাজন রনিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যাকাণ্ড কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।’
What's Your Reaction?






