কুষ্টিয়ায় অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে জেলা আওয়ামী লীগ সভাপতির ভাতিজা রবিন খান আটক

কুষ্টিয়ায় চাঁদাবাজি ও অস্ত্র মামলার অভিযোগে জেলা আওয়ামী লীগ সভাপতির ভাতিজা রবিন খানকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) রাত ৯টার দিকে চলমান দখলদার, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযানে কুষ্টিয়ার খোকসা উপজেলার শোমসপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া মো. শাওন মাহমুদ খান রবিন (৩৩) খোকসা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. রহিম উদ্দিন খানের ছেলে এবং কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের ভাতিজা। তার বাড়ি শোমসপুর ইউনিয়নের শোমসপুর গ্রামে।
খোকসা থানা অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম আওয়ামী লীগ নেতার ছেলেকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিন খানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






