ইন্দুরকানীতে এসইডিপি’র অধীনে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Aug 8, 2025 - 11:24
 0  0
ইন্দুরকানীতে এসইডিপি’র অধীনে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ও শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম’ (এসইডিপি) এর আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা ১২টায় পিরোজপুর জেলা শিক্ষা অফিস ও ইন্দুরকানী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পিবিজিএসআই স্কিমের উপ-পরিচালক প্রফেসর শাহানাজ পারভীন কাজল। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হান্নানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিজিএসআই স্কিমের সহকারী পরিচালক প্রফেসর আবু জাফর মোহাম্মদ সেলিম, পিরোজপুর জেলা শিক্ষা কর্মকর্তা মো. ইদ্রিস আলী আযিযী ও উপজেলা বিএনপির সভাপতি ফরিদ আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, এসইডিপি’র এ উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্দীপনা, মনোযোগ ও প্রতিযোগিতামূলক মানসিকতা বাড়াবে। পাশাপাশি ভবিষ্যতে দক্ষ ও আদর্শ নাগরিক তৈরিতে সহায়ক হবে। অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে এর পরিসর আরও বাড়ানোর আহ্বান জানান।

পরে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে নির্বাচিত ২৭ জন কৃতি শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি প্রফেসর শাহানাজ পারভীন কাজল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow