পিরোজপুরে পুলিশ লাইন্স ব্যারাক ভবনের সংস্কার কাজের উদ্বোধন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 13, 2025 - 16:31
 0  5
পিরোজপুরে পুলিশ লাইন্স ব্যারাক ভবনের সংস্কার কাজের উদ্বোধন

পিরোজপুর জেলা পুলিশ লাইন্সের পুরুষ ফোর্স ব্যারাক ভবনের সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে, জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের আনুষ্ঠানিকভাবে এই সংস্কার কাজের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, "পুলিশ সদস্যরা সার্বক্ষণিক আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন, অথচ তাদের বসবাসের জন্য নির্ধারিত এই ব্যারাক ভবনটি দীর্ঘদিন ধরেই নাজুক অবস্থায় পড়ে ছিল, যা তাদের জন্য কষ্টকর ও অনুপযোগী পরিবেশ সৃষ্টি করেছিল।"

তিনি আরও জানান, এ অবস্থার প্রেক্ষিতে তিনি পুলিশ হেডকোয়ার্টারে সংস্কারের জন্য অর্থ বরাদ্দের আবেদন করেন। কর্তৃপক্ষের সদয় বিবেচনায় ২ কোটি ৬৫ লক্ষ টাকা বরাদ্দ পাওয়া যায়। সেই বরাদ্দ থেকেই আজ তিনতলা ফোর্স ব্যারাক ভবনটির সংস্কার কাজের উদ্বোধন করতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত।

পুলিশ সুপার আরও বলেন, "আগামী পাঁচ বছরের মধ্যে এই পুরনো ভবন ভেঙে এখানে একটি আধুনিক পাঁচতলা ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে। আশা করি, নতুন এই উদ্যোগ পুলিশ সদস্যদের জন্য আরও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করবে এবং তাদের মনোবল বাড়িয়ে দেবে।"

উদ্বোধন শেষে পুলিশ লাইন্স জামে মসজিদের ইমাম বিশেষ দোয়া পরিচালনা করেন। ব্যারাকের বসবাসরত পুলিশ সদস্যরা সংস্কার কাজের উদ্বোধনে সন্তুষ্টি প্রকাশ করে পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানার ওসি (তদন্ত) তরিকুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন মন্ডল, বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও-১) মোঃ শরিফুল ইসলামসহ পুলিশ লাইন্সের অন্যান্য কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow