ফরিদপুর সদরে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার

ফরিদপুরের সদর উপজেলার আলিপুর গ্রামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি অবৈধ আমেরিকান ডাবল ব্যারেল বন্দুকসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত মাহফুজুর রহমান সবুজ (৩৯) দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রটি নিজের কাছে রেখেছিলেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৩ই সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ৯ পদাতিক ডিভিশনের ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীনস্থ সেনাবাহিনীর ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে স্থানীয় পুলিশের সহযোগিতায় আলিপুর গ্রামের মাহফুজুর রহমান সবুজের বাড়িতে এই অভিযান চালানো হয়। অভিযানে তার বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের জব্দ তালিকা প্রস্তুত করে তা ফরিদপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
ফরিদপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানিয়েছেন, "অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। এ ব্যাপারে এলাকাবাসীর সহযোগিতা অপরিহার্য।"
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এসব অপরাধ নির্মূলে জনগণকে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।
What's Your Reaction?






