পিরোজপুরে মিথ্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
Sep 26, 2025 - 21:24
 0  7
পিরোজপুরে মিথ্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

‎পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য সরদার কামরুজ্জামান চাঁনকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শিকদার মল্লিক ইউনিয়নের পাঁচপাড়া বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সরদার কামরুজ্জামান চাঁনকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য ষড়যন্ত্রমূলকভাবে একটি মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তার করা হয়েছে। তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে নিবিড়ভাবে জড়িত এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন। তার নেতৃত্বে শিকদারমল্লিক ইউনিয়নে উন্নয়নমূলক কর্মকান্ড ও জনসেবামূলক কার্যক্রম ছিল প্রশংসনীয়।

‎বক্তারা আরও বলেন, একজন জনপ্রিয় নেতা হিসেবে চান সরদার সর্বদা দলীয় কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করেছেন। তাই তার গ্রেপ্তার শুধু একটি ব্যক্তিকে নয়, পুরো এলাকায় বিএনপির রাজনৈতিক কর্মকান্ডকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন, কদমতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন শেখ, দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মালেক শেখ, ১ নং শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ হোসেন হাওলাদার ও ৬ নং ওয়ার্ডের বাসিন্দা মৈত্রী রানী বেপারী।

‎তারা অবিলম্বে সরদার কামরুজ্জামান চাঁনের নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow