পিরোজপুরের এমিনেন্ট বয়েজ এর উদ্যোগে ৩ দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

"চলো করি বৃক্ষরোপণ,গড়ে তুলি সবুজ ভুবন”এই স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন এমিনেন্ট বয়েজ পিরোজপুর এর উদ্যোগে ০৩দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
৩, ৪ ও ৫ অক্টোবর ০৩দিনব্যাপী পিরোজপুর শহরের বিভিন্ন এলাকায় সংগঠনের সদস্যরা ফলজ, বনজ, ঔষধি ও নানাবিধ প্রজাতির পাঁচ সহস্রাধিক চারা রোপণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আরিফ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা জাকির হোসেন রোকন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ, সাবেক সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক মো. জাহিদুল হাকিম,দপ্তর সম্পাদক এমদাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার, ক্রীড়া সম্পাদক মিঠুন চক্রবর্তী, সাবেক অর্থ সম্পাদক মো. আমিনুল ইসলাম জুয়েল, কার্যনির্বাহী কমিটির সদস্য রিয়াজ সরদার, এবং সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দসহ স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।
এ সময় প্রধান অতিথি ডা. মুহাম্মদ আরিফ হাসান বলেন,“এমিনেন্ট বয়েজ শুধু একটি নাম নয়, এটি একটি মানবিক সংগঠন আত্মমানবতার সেবায় এবং দেশের প্রতিটি দুর্যোগে সংগঠনের স্বেচ্ছাসেবকরা যেভাবে কাজ করছে, তা সত্যিই প্রশংসনীয়। আমি সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”
সংগঠনের নেতৃবৃন্দরা জানান, "পরিবেশ রক্ষায় নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখবে এমিনেন্ট বয়েজ পিরোজপুর এবং আগামীতে জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সবুজায়ন কর্মসূচি হাতে নেওয়ার পরিকল্পনা রয়েছে।"
What's Your Reaction?






