পিরোজপুরে নারী হত্যার ছয় মাসেও চার্জশিট না হওয়ায় বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Nov 1, 2025 - 16:03
 0  3
পিরোজপুরে নারী হত্যার ছয় মাসেও চার্জশিট না হওয়ায়  বিচারের দাবিতে মানববন্ধন

‎পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ঝেলাগাতি গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে নিহত রোকেয়া বেগমের হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় পিরোজপুর শহরের টাউনক্লাব সড়কে নিহতের স্বজন ও স্থানীয় এলাকা বাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত রোকেয়া বেগমের স্বামী আব্দুর রব আকন,দেবর আব্দুল হক আকন, ভাই মোসলেম মোল্লা, মামলার বাদি ও রোকেয়া বেগমের কন্যা নাসরিন আক্তার, জমাতা আল হেলাল। এছাড়া মানববন্ধনে নিহতের পরিবার,এলাকাবাসী,স্থানীয় শিক্ষক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহন করেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে গত ২৮মে প্রতিপক্ষ পরিবারের হামলায় রোকেয়া বেগম নিহত হন। এ ঘটনায় নিহতের মেয়ে নাসরিন আক্তার বাদী হয়ে কাউখালী থানায় হত্যা মামলা (নং–১৪,তারিখ:২৮ মে ২০২৫) দায়ের করেন। মামলায় ৭জনকে আসামি করা হয়। বক্তারা অভিযোগ করেন, পুলিশের হাতে ৪জন গ্রেপ্তার হলেও পরে ৩জন জামিনে বেরিয়ে এসে মামলার বাদীপক্ষকে হুমকি দিচ্ছে। এখনো চার্জশিট না দেওয়ায় তারা নিরাপত্তা হীনতায় ভুগছেন।

‎মানববন্ধনে নিহতের মেয়ে নাসরিন আক্তার বলেন, মায়ের হত্যার ছয় মাস পার হয়ে গেলেও এখনো আমরা ন্যায়বিচার পাইনি। ঘাতকেরা রাজনৈতিক আশ্রয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে, উল্টো আমাদের ভয় দেখাচ্ছে। আমরা দ্রুত চার্জশিট ও বিচার চাই।

‎স্থানীয়রা জানান, আদালতের রায় থাকা সত্ত্বেও প্রতিপক্ষ পরিবার এখনো রায় অমান্য করে দখল করা জমি ছাড়ছে না। তারা প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত বিচারের দাবি জানান।‎মানববন্ধনে বক্তারা আরও বলেন, একজন নিরীহ নারীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার পরও যদি বিচার না হয়, তাহলে সাধারণ মানুষের আস্থা বিচার ব্যবস্থার প্রতি কমে যাবে। ‎মানববন্ধন শেষে তারা রোকেয়া বেগম হত্যার দ্রুত চার্জশিট দাখিল ও আদালতের রায় কার্যকর করার দাবি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow