মঠবাড়িয়ায় পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে চায়ের দোকানীকে কুপিয়ে হত্যা

পিরোজপুরের মঠবাড়িয়ায় দোকানের বকেয়া পাওনা টাকা আদায় কে কেন্দ্র করে আলম হাওলাদার (৭০) নামে এক চায়ের দোকানীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। নিহত আলম হাওলাদার উপজেলার মিরুখালী ইউনিয়নের বড় শৌলা গ্রামের মৃত হাকিম হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানা ও পরিবার সূত্রে জানা গেছে,রবিবার (১৯অক্টোবর) রাতে আলম হাওলাদার তার চায়ের দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ রাতেই ৩ জনকে আটক করেছে। স্থানীয়দের ধারণা দোকানের বকেয়া পাওনা টাকা চাওয়ায় মাদকাসক্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।
নিহতের ছোট ছেলে সরোয়ার হাওলাদার জানান,পাওনা টাকা চাওয়ার জন্য মেরে ফেলা হয়েছে। ঘটনার দিন দোকান থেকে বাড়ি ফেরার পথে তাকে কুপিয়ে হত্যা করা হয়। বকেয়া টাকা নিয়ে আমার সামনে বসে অনেক দিন ঝগড়া হয়েছে। গতকাল বড় শৌলা এলাকার সোনা উদ্দিন এর বাড়ির সামনে রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। আমি বাবার হত্যার বিচার চাই।
মঠবাড়িয়া থানা পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম বলেন, থানায় একটি মামলা দায়ের হয়েছে ও সন্দেহভাজন ০৩জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর মর্গে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






