ফরিদপুরে কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনে ফরিদপুরে উদযাপিত হলো পাঠকনন্দিত জাতীয় দৈনিক কালবেলা-এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় শহরের ঐতিহাসিক অম্বিকা মেমোরিয়াল হল চত্বরে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর কৃষক দলের সভাপতি এডভোকেট মামুন অর রশিদ, দৈনিক নয়া দিগন্ত ও বাংলাভিশন-এর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হারুন আনসারী তালুকদার, নিরাপদ সড়ক আন্দোলনের জেলা সভাপতি আবরার নাদিম ইতু, এবং ছাত্র প্রতিনিধি কাজী রিয়াজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক কালবেলা-এর ফরিদপুর জেলা প্রতিনিধি মেহেদী সোহেল।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, লেখক, সাংস্কৃতিক কর্মী ও পাঠকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় বক্তারা দৈনিক কালবেলা-এর সাহসী ও জনমুখী সাংবাদিকতার প্রশংসা করেন এবং আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। একই সঙ্গে কালবেলা-এর প্রকাশক, সম্পাদক ও সংশ্লিষ্ট সকলের প্রতি শুভকামনা জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, নগরকান্দা উপজেলা প্রতিনিধি আবুল হাসনাত উজ্জল, সালথা উপজেলা প্রতিনিধি আকাশ সাহা এবং চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি আসলাম বেপারী।
What's Your Reaction?






