আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণের অনুকরণ করছে কিছু দল: শিবির সভাপতি

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Oct 20, 2025 - 18:05
 0  3
আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণের অনুকরণ করছে কিছু দল: শিবির সভাপতি

ছাত্রলীগের মতো ফ্যাসিবাদী আচরণের অনুকরণ করছেন কিছু রাজনৈতিক দলের নেতারা, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম। তিনি বলেন, "বিগত ১৫ বছরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ আমাদের সমস্ত কর্মকাণ্ড বন্ধ করে দিয়েছিল, কোরআনের প্রোগ্রাম করতে দেয়নি, এমনকি রমজানে ইফতারের প্রোগ্রামও করতে দেয়নি। সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর বিভিন্ন সময় তারা হামলা করে রক্তাক্ত করেছিল। বর্তমানে দেখা যাচ্ছে, কোনো কোনো দলের রাজনৈতিক নেতারা আওয়ামী লীগ ও ছাত্রলীগের মতো ফ্যাসিবাদী আচরণের অনুকরণ করছে। আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মকাণ্ডের সঙ্গে অনেকের কর্মকাণ্ড মিলে যাচ্ছে। ফলে তাদেরকেও আমরা ফ্যাসিবাদ বলতে বাধ্য হব। আর ফ্যাসিবাদের কারণেই আওয়ামী লীগ এ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সাধারণ মানুষ ফ্যাসিবাদী আচরণ পছন্দ করে না।"

সোমবার (২০ অক্টোবর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে আয়োজিত একাদশ ও অনার্স প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীনবরণ এবং ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাহিদুল ইসলাম আরও বলেন, "ছাত্রশিবির প্রতিষ্ঠালগ্ন থেকে তার সততা ও আদর্শের জায়গায় আপস করেনি। যদি করত, তাহলে ছাত্রশিবিরের এতদূর আসা সম্ভব হতো না। সাধারণ শিক্ষার্থীরা সেটা বুঝতে পেরেছে বলেই শিবির এতদূর আসতে পেরেছে। আমরা কাউকে শিবির করতে বলিনি, শিবির করতেও হবে না। শুধু শিবির সম্পর্কে জানতে বলি। শিবির তোমাদের যা বলে, তোমাদের পিতা-মাতাও তাই বলেন। শিবির তোমাদের আদর্শ ও ভালো ছাত্র হতে বলে, যা তোমাদের অভিভাবকরাও বলেন।"

ছাত্রশিবিরের সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখার সভাপতি রাকিব মাহমুদের সভাপতিত্বে ও সেক্রেটারি রেদওয়ানুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ রাফি, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্নালাল রায়, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মো. শফিউল্লাহ, সোহরাওয়ার্দী কলেজের প্রভাষক নুপুর রানী মজুমদার, জেলা সভাপতি মো. এমরান খান, সাবেক জেলা সভাপতি অধ্যক্ষ জহিরুল হক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow