মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বর্ণ ও সিগারেট চুরির অভিযোগে দুই চোর গ্রেপ্তার

মুন্সীগঞ্জের সিরাজদিখানে স্বর্ণালংকার ও সিগারেট চুরির পৃথক অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৯ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার দুটি ভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কেয়াইন ইউনিয়নের ১নং ওয়ার্ডের কেয়াইন গ্রামের বটতলা ব্রিজের ঢাল থেকে স্বর্ণ চুরির অভিযোগে মোঃ ফজলে রাব্বি সাদেকুলকে (২৩) এবং রসুনিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি মোড় এলাকা থেকে সিগারেট চুরির অভিযোগে ইমন শেখকে (২৪) আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে, স্বর্ণ চুরির অভিযোগে অভিযুক্ত মোঃ ফজলে রাব্বি সাদেকুল ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কাতকাই গ্রামের মৃত ইউসুফ মন্ডলের ছেলে। অন্যদিকে, সিগারেট চোর হিসেবে অভিযুক্ত ইমন শেখ সিরাজদিখান উপজেলার বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামের মৃত আবুল শেখের ছেলে।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেয়াইন ইউনিয়নের বটতলা ব্রিজ এলাকা থেকে স্বর্ণ চোর সাদেকুল এবং রসুনিয়া ইউনিয়নের গোয়ালবাড়ি মোড় থেকে সিগারেট চোর ইমনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
What's Your Reaction?






