পিরোজপুরে কোডেকের উদ্যোগে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ

আল-আমিন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
May 17, 2025 - 18:08
 0  2
পিরোজপুরে কোডেকের উদ্যোগে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ
পিরোজপুরে কোডেকের উদ্যোগে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যোগে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ মে) ৯০ নং ভীমকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৫৬ নং দক্ষিন চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৩ জন শিক্ষার্থীর মধ্যে এসব স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

ভীমকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভুলু মিত্রের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বি।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “কোডেক একটি জনকল্যাণমূলক সংস্থা। এটি সব সময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে। শিক্ষার্থীদের জন্য এ ধরনের উদ্যোগ খুবই প্রশংসনীয়।”

এ সময় আরও উপস্থিত ছিলেন প. প. কর্মকর্তা ডাক্তার মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার রায়, কোডেকের সিনিয়র এলাকা ব্যবস্থাপক মো. কাজী ইকবাল, এলাকা ব্যবস্থাপক উত্তম কুমার হালদার ও শাখা ব্যবস্থাপক মো. ইমরান হোসেন।

ভীমকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জন এবং দক্ষিন চিথলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭০ জন শিক্ষার্থীর মধ্যে এসব স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow