আলীকদম কলেজে ৫ তলা একাডেমিক ভবনের লে-আউট প্রদান

আলীকদম উপজেলায় শিক্ষাখাতে এক নতুন মাইলফলক অর্জিত হলো। শনিবার (১৭ মে) দুপুরে আলীকদম কলেজের প্রস্তাবিত ৫ তলা একাডেমিক ভবনের লে-আউট দেওয়া হয়েছে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী ছিলেন আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। এছাড়া উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জনাব ইয়াসির আরাফাত, আলীকদম থানার অফিসার ইনচার্জ মিজা জহির উদ্দিন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিমন, উপজেলা মৎস্য অফিসার জনাব আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্টো, আলীকদম প্রেসক্লাব সভাপতি ও কলেজের উদ্যোক্তা সদস্য মমতাজ উদ্দিন আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী।
দাতা সদস্য আনছার আলী ও মো. এরশাদ মিয়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে এই শুভ কাজের অংশীদার হন।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, "আজকের এই লে-আউট প্রদান আলীকদমের শিক্ষাখাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করলো। এই ভবনটি ছাত্র-ছাত্রীদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে।"
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ইয়াসির আরাফাত জানান, "আমরা গুণগত মান বজায় রেখে দ্রুততম সময়ের মধ্যে এই ভবনের নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য বদ্ধপরিকর।"
কলেজের উদ্যোক্তা সদস্য মমতাজ উদ্দিন আহমদ এই উদ্যোগের জন্য পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এবং সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানান। তিনি বলেন, "এই ভবনটি আলীকদম কলেজের দীর্ঘদিনের স্বপ্ন ছিল, যা আজ বাস্তবায়নের পথে।"
এই ৫ তলা একাডেমিক ভবনটি আলীকদম কলেজের শিক্ষা ব্যবস্থায় এক নতুন মাত্রা যোগ করবে এবং শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আরও প্রসারিত করবে বলে মনে করছেন স্থানীয় শিক্ষাবিদ ও অভিভাবক মহল।
What's Your Reaction?






