সদরপুরে কে এম চাঁন মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Sep 26, 2025 - 21:19
 0  16
সদরপুরে কে এম চাঁন মিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

ফরিদপুরের সদরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে কে এম চাঁন মিয়া  স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা। জনপ্রিয় এ টুর্নামেন্টের আয়োজন করে আটরশি নজরুল যুব সংঘ।

ফাইনাল খেলায় মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। খেলায় অংশগ্রহণকারী দলগুলো দারুণ প্রতিদ্বন্দ্বিতা উপহার দেয়, যা ক্রীড়াপ্রেমীদের মুগ্ধ করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক  দলের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম খাঁন  বাবুল। 

এছাড়া এলাকার ক্রীড়ানুরাগী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

নজরুল যুব সংঘের সভাপতি কেএম আবু সাঈদ  বলেন এই টুর্নামেন্টের মাধ্যমে তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করা সম্ভব হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শৌলডোবি মৈত্রী যুব সংঘ ৪-১ গোলে  মিম বেকারি ব্রাহ্মণবাড়িয়া কে পরাজিত করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow