কালবৈশাখীতে ঘর ভেঙেছিল, ৪৮ ঘণ্টায় নতুন ঘর বানিয়ে দিলেন ইউএনও

আল-আমিন হোসাইন, নাজিরপুর প্রতিনিধি, পিরোজপুরঃ
May 23, 2025 - 20:23
 0  5
কালবৈশাখীতে ঘর ভেঙেছিল, ৪৮ ঘণ্টায় নতুন ঘর বানিয়ে দিলেন ইউএনও

পিরোজপুরের নাজিরপুরে কালবৈশাখী ঝড়ে বসতঘর হারানো পঙ্গু বৃদ্ধ মোয়াজ্জিম মিয়া পেয়েছেন নতুন আশ্রয়। জেলা প্রশাসকের নির্দেশনায় মাত্র ৪৮ ঘণ্টায় ঘর নির্মাণ করে দিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বি।

গত সোমবার (২০ মে) মাটিভাঙ্গা ইউনিয়নের চরমাটিভাঙ্গা গ্রামের বাসিন্দা ৭৫ বছর বয়সী মোয়াজ্জিম মিয়ার ঘরের উপর ভেঙে পড়ে বিশাল এক গাছ। মুহূর্তেই বিধ্বস্ত হয়ে যায় তাঁর শেষ সম্বল বসতঘরটি। বিষয়টি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের নজরে আসলে তিনি রাতেই ইউএনও ফজলে রাব্বিকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

ইউএনও ফজলে রাব্বি রাত ১০টায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরটি সরেজমিনে পরিদর্শন করেন এবং পরদিনই ঘর নির্মাণ কাজ শুরু করেন। সরকারি সহায়তায় মাত্র দুই দিনের মধ্যে একটি ৩৪০ বর্গফুটের দোচালা টিনের ঘর নির্মাণ সম্পন্ন হয়।

নতুন ঘর পেয়ে আবেগে আপ্লুত মোয়াজ্জিম মিয়া ও তাঁর স্ত্রী বলেন, ‘আমরা কখনো ভাবিনি আমাদের জন্য নতুন ঘর হবে। এত দ্রুত নতুন ঘর পেয়ে আমরা দোয়া করি সবার জন্য।’

এই মানবিক উদ্যোগের খবর ছড়িয়ে পড়তেই উপজেলার সর্বত্র প্রশংসা কুড়াচ্ছেন ইউএনও ফজলে রাব্বি।

তিনি বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশনায় ঘর পরিদর্শনের পরপরই আমরা ব্যবস্থা নেই। ঘর নির্মাণের পাশাপাশি সরকার প্রদত্ত অন্যান্য সুযোগ-সুবিধাও নিশ্চিত করা হয়েছে।’

এভাবেই প্রশাসনের মানবিক দৃষ্টান্ত বদলে দিচ্ছে অসহায় মানুষের জীবন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow