আত্রাই-রাণীনগরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
May 23, 2025 - 20:27
 0  24
আত্রাই-রাণীনগরে নাশকতা মামলায় আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার

নওগাঁর আত্রাই ও রাণীনগর থানার পৃথক অভিযানে নাশকতা মামলার তদন্তভুক্ত আসামি হিসেবে ইউনিয়ন আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ মে) রাত এবং শুক্রবার (২৩ মে) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে উপজেলার ভর-তেতুলিয়া গ্রামে অভিযান চালানো হয়। এসময় ভোঁপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শিপন প্রামাণিক (৪২) এবং একই ইউনিয়নের সাধারণ সম্পাদক মানিক খান (৪২)–কে গ্রেফতার করা হয়। তারা দুজনই নাশকতা মামলায় অভিযুক্ত ছিলেন বলে জানান ওসি।

অন্যদিকে, রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার ঘোষগ্রামে অভিযান চালিয়ে গোনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ শাহা (৪৯) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের অভিযোগে মামলা রয়েছে।

গ্রেফতারকৃতদের শুক্রবার (২৩ মে) দুপুরে নওগাঁ আদালতে পাঠানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow