রাণীনগরে মাদক ব্যবসায়ীসহ দুইজন গ্রেফতার

নওগাঁর রাণীনগরে পৃথক দুটি অভিযানে মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের শুক্রবার (২৩ মে) আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ মে) রাতে উপজেলার একডালা এলাকায় অভিযান চালিয়ে তানসিন খাঁন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার কাছ থেকে ১২ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক তানসিন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার গুলিয়া কৃষ্ণপুর গ্রামের ইউনুস আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
এছাড়াও একই রাতে আদালতের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী উপজেলার চক-কুজাইল গ্রামের শাহাদত আলীর ছেলে ইমরান হোসেন (২৫)-কে আটক করে পুলিশ।
গ্রেফতার দু’জনকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি আব্দুল হাফিজ মো. রায়হান।
What's Your Reaction?






